সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৪

জাগরণীয়া ডেস্ক

সিলেটে ২ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। অবশ্য এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

০২ ফেব্রুয়ারি (শনিবার) সকাল সাড়ে ৮টা ২৯ মিনিটের দিকে ৪৫ সেকেন্ডের এ কম্পন অনুভূত হয়।

সিলেট নগরের শাহী ঈদগাহ আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষণ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, কম্পনটির উৎপত্তিস্থল শাহী ঈদগাহ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে সীমান্ত এলাকা ভারতের ডাউকি ফল্টে। 

তিনি আরও বলেন, ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ২৩৫ কিলোমিটার। সিলেটের ডাটা দিয়ে ঢাকা পর্যবেক্ষণ কেন্দ্রও এমন তথ্য দিয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত