চলছে চলতি মাসের শেষ শৈত্যপ্রবাহ

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৯, ১৪:০১

জাগরণীয়া ডেস্ক

চলছে চলতি মাসের শেষ শৈত্যপ্রবাহ, চলবে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত - জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়াবিদ আবদুর রহমান খান বলেন, ২৯ জানুয়ারি (মঙ্গলবার) থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহ আগামী মাসের প্রথম সপ্তাহ নাগাদ অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের গড় তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে। তবে এরপর আর শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই।

৩০ জানুয়ারি (বুধবার) আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা দিনের থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আর প্রতি ঘণ্টায় সর্বনিম্ন ৬ কিলোমিটার থেকে ১০ কিলোমিটার বেগে উত্তর ও উত্তর-পশ্চিমে প্রবাহিত হবে বাতাস। এদিন কুষ্টিয়ার কুমারখালীতে রেকর্ড হবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা; ৮.৮ ডিগ্রি সেলসিয়া। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে টেকনাফে; ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত