বিশ্বের চতুর্থ উষ্ণতম বছর ছিল ২০১৮

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৯, ১২:০৪

জাগরণীয়া ডেস্ক

বিশ্বে উষ্ণতার ধারাবাহিক রেকর্ড সংরক্ষণের পর থেকে বিশ্বের চতুর্থ উষ্ণতম বছর ছিল ২০১৮ সাল।

স্থানীয় সময় গত ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার) যুক্তরাষ্ট্রের গবেষণা গ্রুপ বার্কলে আর্থ প্রকাশিত এক রিপোর্টে এ কথা জানায়।

বৈশ্বিক উষ্ণায়নে শিল্পায়ন পূর্ব সময় ভিত্তি হিসেবে ধরে গত ঊনিশ শতকের দ্বিতীয়ার্ধ্ব ১৮৫০ থেকে ১৯০০ সালের তুলনায় ২০১৮ সালে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ১.১৬ ডিগ্রি সেলসিয়াস (২.০৯ ডিগ্রি ফারেনহাইট)।

রিপোর্টে বলা হয়, ২০১৮ সালের তাপমাত্রা ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের চেয়ে কম। তবে ২০১৫ সালের আগে সব বছরের চেয়ে বেশী। তবে এই উষ্ণতার প্যাটার্ন দীর্ঘমেয়াদে বৈশ্বিক উষ্ণায়নের দিকে। উষ্ণতা পর্যবেক্ষণের ইতিহাসে ২০১৬ সাল হচ্ছে সবচেয়ে উষ্ণতম বছর। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত