নিউজিল্যান্ডে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

প্রকাশ : ৩০ অক্টোবর ২০১৮, ১৬:৪০

জাগরণীয়া ডেস্ক

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিউজিল্যান্ডের উত্তর দ্বীপাঞ্চলজুড়ে। প্রাথমিকভাবে ভূমিকম্পটি মাত্রা ৬ দশমিক ২ বলা হলেও পরে এর মাত্রা ৬ দশমিক ১ বলে জানানো হয়। 

৩০ অক্টোবর (মঙ্গলবার) স্থানীয় সময় বিকেল ৩টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ২০) দেশের উত্তরের নিউ প্লেমাউথ শহরে এ ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ১ এবং এর উৎপত্তি ভূপৃষ্ঠের ২২৮ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে। এর উপকেন্দ্র নিউ প্লেমাউথ শহর থেকে ৬৩ কিলোমিটার পূর্বে।

ভূমিকম্পের কারণে রাজধানী ওয়েলিংটনে পার্লামেন্টের অধিবেশন কিছুক্ষণের জন্য মুলতবি করা হয় এবং কিছু ফ্লাইট ওয়েলিংটনে অবতরণ বাতিল করে বলে জানিয়েছে নিউ জিল্যান্ড হেরাল্ড সংবাদপত্র।

দেশটিতে গত কয়েকবছরের ইতিহাসে শক্তিশালী ভূমিকম্পের মধ্যে এটি একটি। ২০১৬ সালের নভেম্বরে ৭.৮ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছিল প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলের উত্তরের কাইকউরার কাছে। ওই সময় দুইজনের প্রাণহানিও ঘটেছিল। তবে এই ঘটনায় এ ধরনের কোনো খবর পাওয়া যায়নি এখনও।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত