জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে প্রায় ১৪ কোটি মানুষ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৩

জাগরণীয়া ডেস্ক

জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি ও অতিবর্ষণের ফলে বাংলাদেশের ১৩ কোটি ৪০ লাখ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে-জানিয়েছে বিশ্বব্যাংক।

২৬ সেপ্টেম্বর (বুধবার) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ‘এশিয়া হটসপটস ইমপ্যাক্ট অব টেমপারেচার পিসিপিটেশন চেঞ্জেস অন লিভিং স্ট্যান্ডার্স’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেন বিশ্বব্যাংকের প্রতিনিধি মাথুরা মানি।

প্রতিবেদনে বলা হয়,  জলবায়ুর পরিবর্তনে ঝুঁকিতে রয়েছেন দেশের মোট জনগোষ্ঠীর ৪ ভাগের ৩ ভাগ। ঝুঁকি মোকাবিলায় কোনও পদক্ষেপ না নেওয়া হলে ২০৫০ সাল নাগাদ আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে জিডিপির ৬ দশমিক ৭ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, এ বিষয়ে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হলো বিভাগ চট্টগ্রাম। এই বিভাগের ১০টি জেলার মধ্যে ৭টি জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, জলবায়ু মোকাবিলায় সরকার কাজ করছে। তবে, এ ঝুঁকি মোকাবিলায় আরও পদক্ষেপ নিতে হবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত