অতিবৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা
প্রকাশ | ২৪ জুন ২০১৮, ১৮:১৯
মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে পার্বত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২৪ জুন (রবিবার) আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে সকাল সাড়ে ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।
সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগ ছাড়া দেশের সব বিভাগেই বৃষ্টি হয়েছে। সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চট্টগ্রামের স্বন্দ্বীপে ১৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় বৃষ্টি হয়েছে ৬২ মিলিমিটার।
অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। বৃষ্টির কারণে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।