শিল্প-কারখানা স্থাপনে পরিবেশ সুরক্ষাবিধি মানার নির্দেশ

প্রকাশ | ২৭ মে ২০১৮, ১৮:৫৪

অনলাইন ডেস্ক

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্প-কারখানা স্থাপনে কঠোরভাবে পরিবেশ সুরক্ষাবিধি মানার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৭ মে (রবিবার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা) কর্তৃপক্ষের গভর্নিং কাউন্সিলের সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

সভায় শিল্পাঞ্চলগুলোতে পর্যাপ্ত জলাশয় ও বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা রাখতে এবং ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুযোর্গ মোকাবিলায় শিল্পাঞ্চলগুলোতে কৃত্রিম বনায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী।

সভায় অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল উপস্থিত ছিলেন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং কাউন্সিলের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।