গাজীপুরে সাফারি পার্কে নতুন জেব্রার জন্ম

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫৭

জাগরণীয়া ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জন্ম নিয়েছে জেব্রার বাচ্চা। এ নিয়ে ওই পার্কে জেব্রার সংখ্যা হয়েছে ১৩টি।  গত ৪ ফেব্রুয়ারি (রবিবার) শাবকটির জন্ম দেয় মা জেব্রা।

সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. সরোয়ার হোসেন খান জানান, রবিবার ভোরে শাবকটিকে তার মায়ের সঙ্গে দেখা গেছে। তবে শাবকটি কোন লিঙ্গের তা এখনো জানা যায়নি। জেব্রার প্রধান খাবার ঘাস। মা জেব্রার পুষ্টিগুণের কথা চিন্তা করে ঘাসের পাশাপাশি ছোলা, গাজর, ভুট্টা ও ভুষি দেওয়া হচ্ছে। 

বন্যপ্রাণী পরিদর্শক আনিসুর রহমান জানান, নতুন শাবকের ভূমিষ্ঠের খবর শোনার পর থেকেই পার্কে আগত দর্শণার্থীরা আফ্রিকার কোর সাফারি পার্কে জেব্রার শাবক দেখতে ভিড় করছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, সাফারি পার্কের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময় দক্ষিণ অফ্রিকা থেকে এ পার্কে পাঁচটি পুরুষ ও ছয়টি মাদি জেব্রা আনা হয়। এর মধ্যে গত বছর একটি জেব্রা শিশুর জন্ম হয় আর  এবছর আরেকটি হলো। জন্মের তিন থেকে চার বছরের মধ্যেই একটি জেব্রা পূর্ণবয়স্ক হয় এবং প্রাকৃতিকভাবে এরা ২০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত