রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০১৮, ১৫:৫৪

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশের সুন্দরবন এলাকায় যে সুদর্শন বাঘ দেখা যায় তা পৃথিবীব্যাপী রয়েল বেঙ্গল টাইগার নামে পরিচিত। কয়েক দশক আগেও বাংলাদেশের প্রায় সব অঞ্চলে রয়েল বেঙ্গল টাইগারের বিচরণ ছিল। কিন্তু বনাঞ্চল উজাড় হয়ে যাওয়া, খাবারের অভাব এবং পরিবেশ বিপর্যয়ের কারণে প্রাণিটি এখন প্রায় বিলুপ্তের পথে। এর মধ্যেই সুন্দরবন ছেড়ে লোকালয়ে ঢুকে পড়া একটি রয়েল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।

২৩ জানুয়ারি (মঙ্গলবার) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জের সুন্দরবনসংলগ্ন ঘুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানিয়েছে, ২২ জানুয়ারি (সোমবার) রাতে সুন্দরবন ছেড়ে ঘুলিশাখালী গ্রামে ঢুকে পড়ে বাঘটি। বিষয়টি নিয়ে সারা রাত আতঙ্কে থাকার পর ২৩ জানুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ৭টায় বাঘটিকে পিটিয়ে হত্যা করেন স্থানীয়রা।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান জানান, বাঘ পিটিয়ে মেরে ফেলার খবর তারা পেয়েছেন। বন বিভাগের একটি দল ঘটনাস্থলের রওনা দিয়েছে। তারা সেখানে পৌঁছে মৃত বাঘটি উদ্ধার করবেন এবং ঘটনার কারণ অনুসন্ধান করবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত