শীতের প্রকোপ থাকবে সপ্তাহজুড়ে

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৮, ২১:৩৫

জাগরণীয়া ডেস্ক

দিনভর ঘন কুয়াশা আর সাথে হিম শীতল বাতাস- এমনই পরিস্থিতি রাজধানী জুড়ে। ঢাকার বাইরে এই হিম অনুভূতির সাথে যুক্ত হয়েছে শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। তাই হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ সপ্তাহের শেষ পর্যন্ত থাকবে। এক্ষেত্রে সপ্তাহের শেষেই তাপমাত্রা কিছুটা বাড়বে।

আবহাওয়াবিদ মিজানুর রহমান জানান, এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বায়ুমণ্ডলের নিচের স্তরে। সচরাচর এই পরিস্থিতি দেখা যায় না। আর সে কারণেই দিনভর কুয়াশা বিরাজ করছে দেশজুড়ে। আর কুয়াশার পাশাপাশি এই শীতের অনুভূতি থাকবে প্রায় পুরো সপ্তাহজুড়েই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত