প্রাণীদের উপর সহিংসতার প্রতিবাদে পদযাত্রা
প্রকাশ | ২২ ডিসেম্বর ২০১৭, ২২:৪৩
অসহায় প্রাণীদের বিরুদ্ধে সহিংসতা রোধ করতে ২২ ডিসেম্বর (শুক্রবার) শাহবাগ জাতীয় জাদুঘর এর সামনে থেকে এক মৌন পদযত্রার আয়োজন করে পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (PAW)।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পৃথিবীতে সবচেয়ে দুর্বল হচ্ছে প্রকৃতি ও পশু। গত কয়েক বছরে প্রাণীদের উপর একের পর এক সহিংসতার ঘটনায় PAW ফাউন্ডেশন দেশের প্রাণীপ্রেমী ব্যক্তি ও সংগঠনদের সাথে নিয়ে এই পদযাত্রার আয়োজন করেছে। এর উদ্দেশ্য হচ্ছে সহিংসতা ও নিষ্ঠুরতার বিরুদ্ধে মানুষকে সোচ্চার করা।
পদযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে বাঁধন বলেন, কেন ধর্ষন,গুম হত্যার বিচার পাচ্ছি না আমরা? কেন সমাজে কোন পশুপাখি, গাছপালাও এই মারাত্মক হুমকি থেকে বাঁচবে না? কেন নির্বিচারে কুকুর বিড়াল পশুপাখি মেরে ফেলবে? কেন অবাধে গাছপালা কেটে ফেলা হচ্ছে? একটা সমাজ, একটা রাষ্ট্রে সবকিছুই প্রয়োজন। সবকিছুর যত্নেরও প্রয়োজন। আমি দেশের প্রত্যেকটা সহিংসতার প্রতিবাদ করি এবং চাই এগুলো বিচারের আওতায় আসুক।