বৃষ্টি পড়বে আরও কয়েকদিন

প্রকাশ : ২৪ আগস্ট ২০১৭, ১৫:১২

জাগরণীয়া ডেস্ক

দুই দিন ধরে ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মাত্রা ২২ আগস্ট (মঙ্গলবার) রাত থেকে বেড়েছে আর এর সঙ্গে যোগ হয়েছে বজ্রপাতও।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টি আরও এক দিন থাকতে পারে। 

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, দেশের মধ্যভাগে মৌসুমি বায়ু সক্রিয়। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে।

জানা যায়, ২২ আগস্ট (মঙ্গলবার) সকাল ছয়টা থেকে ২৩ আগস্ট (বুধবার) সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল ১২৬ মিলিমিটার। ঢাকা ছাড়া ময়মনসিংহে ৬৩ মিলিমিটার, সিলেটে ৯২ মিলিমিটার, খুলনায় ৯ মিলিমিটার, রংপুরে ২৪ মিলিমিটার, রাজশাহীতে ১ মিলিমিটার, চট্টগ্রামে ১ মিলিমিটার ও বরিশালে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এই মাসের শেষ দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত