জামালপুরে বন্যার পরিস্থিতির অবনতি
প্রকাশ | ১৪ আগস্ট ২০১৭, ২২:৪৩
জামালপুরে বন্যার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যার পানি এখন বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় জেলার যমুনার তীরবর্তী দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলাসমূহের বন্যা পরিস্থিতি দ্রুত গতিতে অবনতি হচ্ছে। এছাড়া জেলার মেলান্দহ-মাহমুদপুর, উলিয়া-ইসলামপুর, ইসলামপুর- গুঠাইল ও গুঠাইল-মলমগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় সূত্র জানায়, বন্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলাসমূহের আভ্যন্তরীণ নদী-নালা ও খাল-বিল ভরে অসংখ্য বাড়িঘরে পানি উঠেছে। ইতোমধ্যেই জেলার যমুনার তীরবর্তী দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলাসমূহের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক (গেজ রিডার) আব্দুল মান্নান জানান, জেলার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ৬০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যমুনার পানি বর্তমানে পানি পরিমাপক স্কেলের ২০.০৮ মিটার পয়েন্টের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।