পঞ্চগড়ে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে কয়েক লক্ষ মানুষ পানিবন্দি
প্রকাশ | ১৪ আগস্ট ২০১৭, ২২:৪০
পঞ্চগড়ের পাঁচ উপজেলায় গত ৪ দিনের টানা বর্ষণ আর ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলে হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। লাগাতার প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে বন্যার পানিতে প্রায় এক কি: মি: ঢাকা পঞ্চগড় রেললাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় সারা দেশের সাথে রেল যোগাযোগ বন্দ হয়ে গেছে।
জেলার উপর দিয়ে বয়ে চলা করতোয়া, চাওয়াই, মহানন্দা, ডাহুক, টাঙ্গন, তালমা, সহ ছোট বড় ৩৩টি নদীর পানি মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়া তা দু’কূল ছাপিয়ে লোকালয়ে প্রবেশ করেছে। এতে জেলার পঞ্চগড় পৌর এলাকাসহ পাঁচ উপজেলায় পানিতে তলিয়ে গেছে আবাদি জমি, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ রাস্তাঘাট। কোথাও কোথাও আঞ্চলীক কাঁচা পাকা সড়ক এবং নদীর গ্রামরক্ষা বাঁধ ভেঙে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। পানিবন্দি হাজার হাজার বাসিন্দা এখন চরম দুর্ভোগে দিন পার করছেন।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাৎক্ষণিক সাময়িক ছুটি ঘোষণা করা হয়েছে। সময়ের সাথে সাথে নদীর পানিও বাড়ছে পাল্লা দিয়ে। তবে এখনো পানিবন্দি হাজার হাজার বাসিন্দারা কোন সরকারি ত্রাণ সহায়তা পাননি। পানিবন্দি মানুষ ঘরবাড়ি ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় নিয়েছেন। রান্না করার কোন ব্যবস্থা না থাকায় অনাহারে তাদের দিন কাটছে।