‘রাজিয়া আমার স্ত্রী নন, আমিও নিখোঁজ নই’
প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৭
অভিনেতা ফখরুল হাসান বৈরাগী নিখোঁজ রয়েছেন বলে দাবী করেছিলেন নিজেকে বৈরাগীর স্ত্রী দাবী করা রাজিয়া হাসান। এইসুত্রেই সংবাদ মাধ্যমে আলোচিত হয় ফখরুল হাসান বৈরাগীর নিখোঁজের সংবাদ।
গত ৪১ দিন নিখোঁজ থাকার পর এই অভিনেতা সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কলাবাগান থানা পুলিশের সহায়তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এসে গণমাধ্যমকর্মীদের কাছে এসে জানান, গণমাধ্যমে নিখোঁজ হওয়ার বিষয়ে প্রকাশিত সংবাদ ছিলো ‘উদ্দেশ্যমূলক’ এবং যে নারী স্ত্রী পরিচয়ে এ সংবাদ দিয়েছেন সেই রাজিয়া হাসান বৈরাগীর স্ত্রী নন।
তবে ওই নারীর (রাজিয়া হাসান) সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে থাকার কথা স্বীকার করে অভিনেতা ফখরুল হাসান বৈরাগী বলেন, ‘আমি নিজের ইচ্ছায়, স্বজ্ঞানে আমার আগের সংসারে চলে এসেছি। রাজিয়া হাসান নামে যে নারী আমার স্ত্রী পরিচয় দিয়ে এই খবর প্রকাশ করেছে সে আমার স্ত্রী নয়। তবে আমরা একসাথে থাকতাম। বর্তমানে তার সঙ্গে আমার বনিবনা হচ্ছিল না। আমি ধারণা করছি সে আমার ক্ষতি করতে পারে। আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে কারো দ্বারা প্ররোচিত না হয়ে আমার সকল আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও আমার শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে বলতে চাই যে, আমার স্ত্রী পরিচয়দানকারী স্ত্রী রাজিয়া হাসান যে বক্তব্য দিয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও আমার সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটি চক্রান্তের অংশবিশেষ। আমি বর্তমানে সুস্থ, স্বাভাবিক এবং নিরাপদ স্থানে আছি।’
এই অভিনেতা তার বক্তব্যে আরও বলেন, ‘গত পরশুদিন আমি শুনি অনলাইনে আমার নিখোঁজের খবর দেওয়া হয়েছে। তাই মনে করছি এটার প্রতিবাদ জানানো দরকার। যেহেতু এটা আমার পারিবারিক ব্যাপার তাই আমি কাউকে জানানো দরকার মনে করিনি। আত্মীয়-স্বজনকেও সেভাবে জানাইনি। কাল পত্রিকায়ও দেখলাম আমি নিখোঁজ রয়েছি বলে খবর প্রকাশ হচ্ছে। তাই আমি মনে করলাম এটার সমাপ্তি হওয়া দরকার। আমি নিখোঁজ নই, পরিবারের সঙ্গে আছি। রাজিয়া হাসান দাবি করেছেন সে আমার স্ত্রী, তবে সেরকম কোনও রেকর্ড নেই। আমি তার সঙ্গে মোহাম্মদপুরে ছিলাম। আমার সেখানে একটি ছেলেও আছে। আর একটি পালক মেয়ে আছে। কিন্তু, মান-অপমান সহ্য করে আমি আর থাকতে পারিনি। এরপর আমি আমার আগের সংসারের ছোট ছেলেকে ফোন দিই। আমি জানাই তাদের সঙ্গে থাকতে চাই, এরপর ছোট ছেলে আমাকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে নিয়ে যায়। আমার দুই ছেলে কেরানীগঞ্জের আঁটিবাজারে থাকে।’
রাজিয়া হাসানের সঙ্গে বর্তমানে মনের মিল হচ্ছে না, তাই আমি তার সঙ্গে থাকছি না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই বয়সে আর তার সঙ্গে থাকতে চাই না। আল্লাহ যে কদিন বাঁচিয়ে রাখবে আমি আমার এই দুই ছেলের সঙ্গেই থাকতে চাই। আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর রাজিয়া হাসান জোর করে আমার ছেলেদের আলাদা করে দেয়। এরপর থেকে আমি তার সঙ্গেই ছিলাম। এখন আমি যেহেতু একজন প্রাপ্তবয়স্ক মানুষ, সেহেতু বলতে চাই যে এখন হতে ভবিষ্যতে ওই রাজিয়া হাসানের সঙ্গে আমি কোনোরকম যোগাযোগ বা কোনো সম্পর্ক রাখতে চাই না এবং আমি আশাকরি, এ ব্যাপারে সকলের সহযোগিতা আমি পাব। ’
এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত বলেন, ‘অভিনেতা ফখরুল হাসান বৈরাগীর কথিত স্ত্রী রাজিয়া হাসান গত দেড়মাস ধরে তার নিখোঁজ থাকার যে বিষয়টি জানিয়েছেন তা সঠিক নয়। ফখরুল হাসান নিজেই আমাদের জানিয়েছেন তিনি নিজের ছেলের বাসায় ছিলেন। রাজিয়া হাসানও তার স্ত্রী নন।’
প্রসঙ্গত, অভিনেতা ফখরুল হাসান বৈরাগী গত দেড়মাস ধরে নিখোঁজ রয়েছেন বলে জানান তার স্ত্রী হিসাবে পরিচয় দানকারী রাজিয়া হাসান নামে এক নারী।