দুর্ঘটনার কবলে ‘দঙ্গল’ অভিনেত্রী জাইরা
প্রকাশ | ১২ জুন ২০১৭, ১৭:২৪
কাশ্মীরের শ্রীনগরে গত ৮ জুন (বৃহস্পতিবার) ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জাইরা ওয়াসিম বুলভার্ড সড়কে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন।
আইএএনএসে প্রকাশিত খবরে জানায়, জাইরার গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডাল হ্রদে পড়ে যায়। তবে ১৬ বছর বয়সী জাইরা ও তার সহযাত্রীরা এ সময় অক্ষত ছিলেন। ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, খুব দ্রুত জাইরা ও তার সহকর্মীকে ডাল লেক থেকে উদ্ধার করা হয়। এতে জাইরা তেমন ব্যথা পাননি, কিন্তু তার সহযাত্রী বেশ কয়েক জায়গায় ব্যথা পেয়েছেন।
ভারতের কুস্তিগির মহাবীর সিং ফোগাতের জীবনীনির্ভর ছবি ‘দঙ্গলে’ জাইরা গীতা চরিত্রে অভিনয় করেন। আর মহাবীরের ভূমিকায় অভিনয় করেন আমির খান। চমৎকার অভিনয়ের জন্য জাইরা এ বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সেরা পার্শ্বচরিত্রের জন্য।