মুক্তি পাচ্ছে বাপ্পী-পরীমনির ‘আপন মানুষ’
প্রকাশ | ২৬ এপ্রিল ২০১৭, ১৭:২৬
২৮ এপ্রিল (শুক্রবার) মুক্তি পাচ্ছে বাপ্পী-পরীমনির ‘আপন মানুষ’। সিনেমাটি পরিচালনা করেছেন শাহ আলম মণ্ডল, প্রযোজনায় আলমগীর খান। যেখানে তৃতীয়বারের মতো পর্দায় একসঙ্গে আসছেন বাপ্পী-পরীমনি।
‘আপন মানুষ’ নিয়ে বাপ্পী বলেন, ছবিটি পুরোপুরি বিনোদনের ছবি। সুন্দর একটা কাহিনী এখানে আছে, যা দর্শককে মুগ্ধ করবে। আমার চরিত্রটিও চমৎকার। দর্শকদের জন্য চমক থাকছে। গানগুলো বেশ শ্রুতিমধুর।
বাপ্পী-পরীমনি ছাড়াও আপন মানুষ ছবিতে অভিনয় করেছেন নতুন মুখ নায়িকা অ্যামিয়া অ্যামি। আরো দেখা যাবে সুচরিতা, মিশা সওদাগর, শ্রাবণ শাহ, সাদেক বাচ্চু, প্রবীর মিত্র, কাজী হায়াৎ, রেহানা জলি, রেবেকা প্রমুখকে।
ইমন খান ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির সাড়ে ৪ মিনিটের দীর্ঘ অফিসিয়াল ট্রেলার মুক্তি পায় ২০ এপ্রিল। বাপ্পী-পরীমনি জুটি এর আগে ‘লাভার নাম্বার ওয়ান’ ও ‘কত স্বপ্ন কত আশা’ নামের দুটি ছবিতে তারা অভিনয় করেছেন।