ক্যাটরিনার আপত্তি (ভিডিও)
প্রকাশ | ০৯ এপ্রিল ২০১৭, ১৯:৪৬
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের পরবর্তী ছবি ‘জগ্গা জাসুস’। এ ছবিতে রণবীরের সঙ্গে একাধিক চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন ক্যাট। কিন্তু অনস্ক্রিনে এ দৃশ্যগুলো নিয়ে আপত্তি তুলেছেন নায়িকা নিজে।
শোনা যাচ্ছে, ‘জগ্গা জাসুস’ ছবির পরিচালক অনুরাগ কাশ্যপের ওপর এ কারণে রেগে আছেন ক্যাটরিনা। নায়িকাকে না জানিয়ে ছবির পোস্টার প্রকাশ করার কারণেই আপত্তি করেছেন তিনি। কারণ এ ছবির নতুন পোস্টারে ব্যবহার করা হয়েছে রণবীর-ক্যাটের লিপ-লকের ছবি। প্রথম ছবির ট্রেলারেও ছিল বেশকিছু লিপ-লক দৃশ্য। এ নিয়ে রাগ না করলেও ছবির পোস্টার রিলিজের পক্ষে ছিলেন না ক্যাট। প্রত্যেক ক্রিয়েটিভ যেন তাকে দেখানোর পর রিলিজ করা হয়, সেই আবদার করেছিলেন ক্যাটরিনা। কিন্তু পরিচালক অনুরাগ তাতে আমলই দিলেন না! এ কারণেই আপত্তি জানিয়েছেন তিনি। ৭ এপ্রিল ছবিটি মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে জুলাইয়ে নেওয়া হয়েছে।