সেন্সর সার্টিফিকেট বিতর্কে ‘লিপস্টিক আন্ডার মাই বোরকা’ (ভিডিও)
প্রকাশ | ২০ মার্চ ২০১৭, ১৮:০২
‘লিপস্টিক আন্ড মাই বোরকা’ ছবিটি সিবিএফসি-এর সার্টিফিকেট পায়নি।
এই বিষয়টি ‘অত্যন্ত লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন অভিনেত্রী-চিত্রপরিচালক অপর্ণা সেন। অলঙ্কৃতি শ্রীবাস্তবের পরিচালনায় এই ছবিতে অন্যতম ভূমিকায় রয়েছেন অপর্ণা কন্যা অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা।
অপর্ণা সেন বলেন, ‘এটি লজ্জাজনক। আশা করেছিলাম ট্রাইবুনাল (ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইবুনাল) বলবে যে, হ্যাঁ আমরা সার্টিফিকেট দেবো’।
চারজন নারীর গল্প নিয়েই এই ছবির কাহিনী। যেখানে একজন বোরকা পরিহিতা কলেজ ছাত্রী, একজন মহিলা বিউটিশিয়ান, আরেকজন তিন সন্তানের মা এবং চতুর্থ জন ৫৫ বছর বয়সী এক স্বামী হারা নারীর গল্প ফুটে উঠেছে। এ ছবিতে রত্না পাঠক রয়েছে এক মুখ্য চরিত্রে। সেন্সর বোর্ডের মতে নারীকেন্দ্রিক এই ছবিতে অনেক যৌনদৃশ্য এবং অশ্লীল কথা রয়েছে।
উল্লেখ্য সম্প্রতি এই ছবি গ্লাসগো ফিল্ম ফেস্টিভ্যালে অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে।