বিব্রতকর কান উৎসব

লরেন্টের যৌন নিপীড়ন নিয়ে মন্তব্যে ক্ষেপেছেন ব্লেইক লাইভলি

প্রকাশ : ১৪ মে ২০১৬, ১৭:১৬

জাগরণীয়া ডেস্ক

কানের মতো একটা উৎসবে যৌন নিপীড়ন নিয়ে কৌতুক হবে সেটা সবার কল্পনার বাহিরে। কিন্তু তেমন কাণ্ডটাই ঘটালেন লরেন্ট লাফিতে।

কানের এবারের আসরের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছেন ফরাসি কৌতুকাভিনেতা লরেন্ট লাফিতে। ব্রিটিশ দৈনিক ‘ডেইলি মিরর’ বলছে, হালকা চালে সঞ্চালনার মাঝে হঠাৎ অ্যালেনের তিক্ত অতীত মনে করিয়ে দর্শকদের ভ্রু কুঁচকে দেন লাফিতে।

১৯৯৩ সালে নিজের পালিত সাত বছরের মেয়ে ডিলান ফ্যারোকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে উডি অ্যালেনের বিরুদ্ধে। তিনি এই দায় অস্বীকার করলেও বছরখানেকের আইনি ঝামেলায় ডিলানের তত্ত্বাবধানের অধিকার হারাতে হয়েছিল অ্যালেনকে। এতদিন ধরে এই ঘটনা নিয়ে কোনো কথা না উঠলেও ২০১৪ সালে নিউ ইয়র্ক টাইমস অ্যালেনের বিতর্কিত অতীতের তীব্র সমালোচনা করে।

এই ঘটনাকে মনে করিয়ে দিয়েই সঞ্চালক লাফিতে অনুষ্ঠানে বলেন, ‘‘এটা নিশ্চয়ই দারুণ যে আপনি ইউরোপ মহাদেশে অনেক সিনেমার শুটিং করছেন, যদিও আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়নি”। কথাটি অবশ্য আরেক কিংবদন্তি নির্মাতা রোমান পোলান্সকিকেও উদ্দেশ করে বলা, কেননা তার বিরুদ্ধে ১৩ বছরের এক মেয়েকে ধর্ষণের অভিযোগ এলে তিনি ইউরোপে পালিয়ে আসেন।

‘ধর্ষণ’-জনিত এ ধরণের কৌতুককে হালকাভাবে নেননি অনেকেই, বিশেষ করে অ্যালেনের ‘ক্যাফে সোসাইটি’ সিনেমার অভিনেত্রী ব্লেইক লাইভলি।

‘ভ্যারাইটি’কে দেওয়া সাক্ষাৎকারে লাফিতের তীব্র সমালোচনা করে লাইভলি জানান, ‘‘আমি মনে করি হিটলার, হোমোফোবিয়া (সমকামীদের প্রতি ঘৃণা বা ভয়) কিংবা ধর্ষণ নিয়ে করা কৌতুক কখনই কোনো কৌতুক নয়”।

লাফিতের এ রকম কৌতুক প্রবণতাকে কোনোভাবেই ভালো চোখে দেখছেন না ‘দ্য এজ অফ অ্যাডেলাইন’ খ্যাত এই তারকা অভিনেত্রী, “ব্যাপারটি শুধু উডি বিষয়ক নয়। সমকামীদের বিদ্রুপ করে টানা তিনটি মন্তব্য তিনি করেছেন, এরপর হিটলার এবং ধর্ষণ নিয়ে। সবকিছুই ঘটেছে মাত্র ৩০ সেকেন্ডের ভেতর। হচ্ছিলটা কি তখন? পুরো বিষয়টি বিভ্রান্তিকর ছিল”।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত