ভারতীয় অভিনেত্রী খবরে নিজের ছবি দেখে ভাবনার ক্ষোভ
প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৪
ভারতের পশ্চিমবঙ্গের একটি পত্রিকা ‘২৪ ঘণ্টা’ মালায়লাম অভিনেত্রীর খবরের ছবিতে জুড়ে দেয় বাংলাদেশি অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে! বিষয়টি গত ২৪ ঘণ্টায় অন্তর্জালে বেশ ভাইরাল হয়ে পড়ে।
ঘটনার বিবরণে পত্রিকাটি কোচিতে ঘটে যাওয়া সে অপহরণটির কথা বর্ণনা করে। কিন্তু ছবি হিসেবে আশনা হাবিব ভাবনাকে রেখে দিয়েছে।
এদিকে, বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আশনা হাবিব ভাবনা। তিনি বলেন, ‘মানুষ এতো নির্বোধ হয় কীভাবে! এ ধরণের সংবাদ নিউজ করার আগে দুইবার ভাববে না! খুব হতাশাজনক ব্যাপার। তবে আমার শুভাকাঙ্ক্ষীদের আমি জানাতে চাই, আমি ভালো আছি। এটা আমার সংবাদ না।’
অপর দিকে মালায়লাম অভিনেত্রী সম্পর্কে জানা যায়, গাড়ির মধ্যেই শ্লীলতাহানির পর তার আপত্তিকর ছবি, ভিডিও তোলা হয়েছে বলে দাবি করেছেন তিনি। এরপর নগরের পালারিভাত্তম এলাকায় অভিনেত্রীকে ফেলে রেখে পালায় অপহরণকারীরা। দেশটির কোচি শহরে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি মালায়লাম অভিনেত্রী ভাবনার গাড়িতে হামলা করে। এরপর গাড়িটি তাদের জিম্মায় নিয়ে শহরুজুড়ে ঘুরে বেড়ায়। এরমধ্যেই অভিনেত্রীর সঙ্গে দুর্ব্যবহার ও শ্লীলতাহানি করে। খবরটি বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করে দেশটির বিভিন্ন ভাষার মিডিয়া। তবে গলদ বাধায় ।
বিষয়টি নিয়ে তদন্ত করছে ভারতীয় পুলিশ। এই ঘটনায় ভাবনার প্রাক্তন গাড়িচালক সুনীলকুমার থেকে বর্তমান গাড়িচালক মার্টিন সবাইকে সন্দেহ করা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া