রাতাশ্রীর ‘তুখোড়’ এখন কলকাতায়

প্রকাশ : ১২ জুন ২০১৬, ০০:২৯

জাগরণীয়া ডেস্ক
কলকাতার জনপ্রিয় মডেল রাতাশ্রী দত্ত

শ্যুটিং ও ডাবিং শেষে নতুন জুটি শিবলী-রাতাশ্রীকে নিয়ে পরিচালক মিজানুর রহমান লাবু’র প্রথম চলচ্চিত্র তুখোড়ে’র এখন সম্পাদনা চলছে কলকাতার রেন্ট সিনেমাটিক্সে।  মাহমুদুল হক রাজীবের কাহিনী ও এহ্তেশামুল হক সানজিবের প্রযোজনায় তুখোড়ে রাতাশ্রী ও শিবলী ছাড়াও অভিনয় করেছেন আলিরাজ, বাপ্পারাজ, শিমুল খান, রহমতউল্লাহ্, মাহমুদুল ইসলাম মিঠু, সামিহা খান, সাদিয়া সোমা, টুটুল চৌধুরী, রাশেদ মামুন অপু, শিখা খান, শায়েরী ও আইটেম সং-এ পারফর্ম করেছেন ষ্টানিং মিতু।

বাংলাদেশের মনোরম লোকেশনের পাশাপাশি পজেটিভ সিস্টেম্স এন্ড সাপোর্টসের বড় বাজেটের এ চলচ্চিত্রটির শ্যুটিং হয়েছে ব্যাংককের ফুকেট ও অস্ট্রেলিয়ার সিডনীতে।

উল্লেখ্য, কলকাতার জনপ্রিয় মডেল রাতাশ্রী দত্তের বড়পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে ঢাকার চলচ্চিত্র তুখোড়ে’র মাধ্যমে। চলচ্চিত্রটিতে রাতাশ্রীর বিপরীতে রয়েছেন আরেক নতুনমুখ শিবলী।

তুখোড়ের প্রসঙ্গে পরিচালক মিজানুর রহমান লাবু বলেন, চলচ্চিত্রের প্রতি আমার ভালবাসাই আজ আমাকে নির্মাতা বানিয়েছে। পরিবারের সকলেই যাতে নির্মল বিনোদনের সুযোগ পায় সেটা মাথায় রেখেই তুখোড়ের প্রতিটি দৃশ্য ধারণ করা হয়েছে।

প্রযোজক এহ্তেশামুল হক সানজিব বলেন, একটি পরিপূর্ণ চলচ্চিত্র নির্মাণের জন্য যা যা প্রয়োজন সবই করার চেষ্টা করছি। কোথাও আমরা কোন কমপ্রোমাইজ করিনি। আশা করছি তুখোড় দর্শকের হৃদয় কিছুটা হলেও নাড়া দেবে।

রাতাশ্রী বলেন, আমি কলকাতার হলেও অভিষেক ঢাকার চলচ্চিত্রের মাধ্যমে। তবে বাংলাদেশে গিয়ে কাজ করতে আমার একটিবারের জন্যও মনে হয়নি আমি অন্য দেশে কাজ করছি। তুখোড়ের একটি সুন্দর টিমওয়ার্ক একটি ভালো ফল দিবে বলে আমার বিশ্বাস।

শিবলী বলেন, দর্শকই একটি চলচ্চিত্রের প্রাণ। দর্শকের ভালবাসা নিয়েই এগিয়ে যেতে চাই আমরা দূর বহুদূরে। তুখড়ে’র কাহিনীকার মাহমুদুল হক রাজীব বলেন, চলচ্চিত্রটি প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্যের পূর্ব পর্যন্ত প্রতিটি দৃশ্যেই নতুন কিছু দেখতে পাবে দর্শক। তুখোড়ের প্রতিটি দৃশ্যে দর্শক ভিন্নতা খুঁজে পাবে বলে আমার বিশ্বাস। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত