ফ্রান্সের অভিনেত্রী রিভার মৃত্যু
প্রকাশ | ৩০ জানুয়ারি ২০১৭, ১৬:২৯ | আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭, ১৭:৪০
চিরদিনের জন্য চলে গেলেন ৮৯ বছর বয়সী অস্কার মনোনীত ফ্রান্সের অভিনেত্রী ইমানুয়েল রিভা। তাঁর মৃত্যুর খবরে বিশ্ব চলচ্চিত্রে শোকের ছায়া নেমে আসে।
গত ২৭ জানুয়ারি (শুক্রবার) ফ্রান্সের প্যারিসের একটি ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মুখপাত্র অ্যান অ্যালভারেস কোরেয়া গণমাধ্যমকে এ খবর জানান।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ শোক জানিয়েছেন। ছয় দশকের অভিনয় ক্যারিয়ারে ইমানুয়েল রিভা ছিলেন মঞ্চ ও চলচ্চিত্রের ফরাসি গুণী শিল্পী।
১৯৫৯ সালে অ্যালেইন রেনের ‘হিরোশিমা মন আমুর’ ছবির মাধ্যমে সবার কাছে পরিচিতি পান। আগামি মার্চে ফ্রান্সে মুক্তি প্রতীক্ষিত ‘প্যারিস বেয়ারফুট’ নামের একটি ছবিতে তাঁকে বড়পর্দায় দেখা যাবে। এ ছাড়া গত বছর আইসল্যান্ডে ‘অ্যালমা’ নামের একটি ছবির কাজ করেছেন।
মাইকেল হানেকির ‘আমুর’ ছবিতে অভিনয়ের জন্য ২০০৩ সালের অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পান ইমানুয়েল রিভা। ছবিটি অস্কারে সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে পুরস্কার পায়।