নতুন বছরে 'হলিউড' হলো ‘হলিউইড’!
প্রকাশ | ০২ জানুয়ারি ২০১৭, ১১:৩১ | আপডেট: ০২ জানুয়ারি ২০১৭, ১৪:৫৬
নতুন বছরের সকালে লস অ্যাঞ্জেলসের সবচেয়ে বিখ্যাত এলাকার বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখেন বিশ্ববিখ্যাত হলিউড লেখা সাইনটি পরিবর্তিত হয়ে ‘হলিউইড’ হয়ে আছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে বিবিসি জানিয়েছে, পুলিশ ঘটনাটিকে নতুন বছরের তামাশা ধরে নিয়ে তদন্ত শুরু করেছে।
মাউন্ট লি-তে স্থাপিত সাইনটি ৪৫ ফুট উচুঁ অক্ষর দিয়ে তৈরি।
মজা করতে গিয়ে অবশ্য সাইনটির কোনো ক্ষতি করা হয়নি। দুটি ইংরেজি ‘O’ অক্ষরের একটি অংশকে তারপুলিন নিয়ে ঢেকে লোয়ার-কেইসের ‘E’ করে দেওয়া হয়েছে।
লসএঞ্জেলস টাইমস জানিয়েছে, নিরাপত্তা ক্যামেরার ফুটেজে শুধু এক ব্যক্তিকে অক্ষরগুলো বেঁয়ে উঠতে দেখা গেছে।
‘HOLLYWEED’ এর ‘WEED’ অংশের অর্থ ‘গাঁজা’। গেল ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি ক্যালিফোর্নিয়ায় গাঁজা বৈধকরণের বিষয়েও ভোট গ্রহণ করা হয়, তাতে রাজ্যটির বাসিন্দারা প্রাকৃতিক এই নেশা দ্রব্যটি বৈধ করার পক্ষে ভোট দেয়।
১৯৭৬ সালে রাজ্যটিতে গাঁজা সেবন আইনের কড়াকড়ি শিথিল করার পরও প্রায় একই ধরনের একটি তামাশা করা হয়েছিল।