‘ফোর্বস’ এর তালিকায় শীর্ষে স্কারলেট
প্রকাশ | ৩০ ডিসেম্বর ২০১৬, ১৪:১৭ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৬, ২২:৫৬
স্কারলেট এর জন্য ২০১৬ সালটা ছিল বেশ সৌভাগ্যজনক একটি বছর। ‘ব্ল্যাক উইডো’ ও ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ছবি দুইটির কারণে ক্যারিয়ারে তুঙ্গে ছিলেন এই অভিনেত্রী।ফলে এর বদৌলতে এবছর ১২০ কোটি মার্কিন ডলার ঘরে তুলেছেন তিনি। একই সঙ্গে ফোর্বস ম্যাগাজিনের জরিপে ২০১৬ সালের শীর্ষ আয়ের তারকা নির্বাচিত হয়েছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন।
‘ক্যাপ্টেন আমেরেকিা’ খ্যাত দুই অভিনেতা ক্রিস ইভান্স ও রবার্ট ডাউনি যৌথভাবে এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তাদের আয়ের পরিমাণ ১১৫ কোটি মার্কিন ডলার। তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে আছেন ‘সুইসাইড স্কোয়াড’ খ্যাত অভিনেত্রী মার্গাউ রবি ও জনপ্রিয় অভিনেত্রী অ্যামি অ্যাডাম্স।
তালিকায় ৬ নম্বরে আছেন বেন অ্যাফ্লেক, ৭ নম্বরে হেনরি ক্যাবল, ৮ নম্বরে রায়ান রোনাল্ডস, ৯ নম্বরে ফেলিসিটি জোনস ও দশম স্থানে আছেন উইল স্মিথ।
ছবির টিকিট বিক্রি ও বক্সঅফিস সাফল্য বিবেচনায় রেখে এ তালিকা তৈরি করেছে ফোর্বস কর্তৃপক্ষ।