জয়ললিতাকে নিয়ে সিনেমা
প্রকাশ | ২০ ডিসেম্বর ২০১৬, ০১:৪১
তামিল নাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাকে নিয়ে সিনেমা তৈরির ঘোষণা দিলেন বলিউডের প্রখ্যাত নির্মাতা রাম গোপাল ভার্মা।
তবে এ মুহূর্তে জয়ললিতার অকালমৃত্যুতে ভারতীয় জনগণ শোকাহত থাকায় সরাসরি জয়ললিতার জীবনীকে বড়পর্দায় নিয়ে আসছেন না এই পরিচালক। তার বদলে জয়ললিতার ঘনিষ্ঠ বান্ধবী ও রাজনৈতিক সহযোগী শশীকলাকেই সিনেমার জন্য বেছে নিয়েছেন তিনি।
সম্প্রতি রাম গোপাল ভার্মা একটি টুইট পোস্টে তার এ নতুন প্রজেক্ট সম্পর্কে লিখেছেন, “শশীকলার চোখ দিয়ে জয়ললিতাকে দেখার এই প্রয়াসটিই বেশি কাব্যিক ও বস্তুনিষ্ঠ। জয়ললিতার জীবনকে একটি ভিন্ন মাত্রা থেকে দেখার অবকাশ পাওয়া যাবে।”
নতুন এ ছবির নামও রাখা হবে ‘শশীকলা’। এ সিনেমার মধ্য দিয়ে জয়ললিতার রাজনৈতিক জীবন ও ব্যক্তিজীবনকেও তুলে ধরা হবে বলে জানিয়েছেন এ পরিচালক।
এর আগে জয়ললিতাকে বড়পর্দায় আনার চেষ্টা করেছিলেন নির্মাতা মনিরত্নম। ‘ইরুভর’ নামের সেই ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন ও মোহনলাল জয়ললিতা ও তার গুরু এমজিআর-এর কাহিনী পর্দায় ফুটিয়ে তুলেছিলেন।