বলিউড সিনেমা নিয়ে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৬, ১৫:২৮ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৬, ১৬:৪১

অনলাইন ডেস্ক

ভারতীয় চলচ্চিত্রের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছে পাকিস্তানের অধিকাংশ সিনেমা হল কর্তৃপক্ষ। রবিবার (১৮ ডিসেম্বর) বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয় এই তথ্য। 

সেপ্টেম্বরে কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হলে বলিউডের চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা দেয় পাকিস্তানের অধিকাংশ হল মালিক। এর আগে পাকিস্তানি তারকাদের বলিউডে কাজ করার ওপর নিষেধাজ্ঞা দেন ভারতীয় কিছু চলচ্চিত্র নির্মাতা। পাল্টা ব্যবস্থা হিসেবে বলিউডের সিনেমার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয় পাকিস্তানে।  

বলিউডের চলচ্চিত্র বেশ জনপ্রিয় পাকিস্তানে। বলিউডের চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করে দেওয়ায় পাকিস্তানি পরিবেশক ও হল মালিকেরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।  

এখন পাকিস্তানের চলচ্চিত্র পরিবেশক ও হল মালিকেরা বলছেন, সোমবার (১৯ ডিসেম্বর) থেকে তাদের দেশে ফের ভারতীয় চলচ্চিত্র দেখানো শুরু করবেন তারা। 

ভারত ও পাকিস্তানের মধ্যকার তিক্ত সম্পর্কের প্রভাব এর আগেও দেশ দুটির সংস্কৃতিজগতে পড়তে দেখা গেছে।