মৌলবাদী হামলায় অভিনেত্রী কিসমত বেগের মৃত্যু

প্রকাশ | ২৫ নভেম্বর ২০১৬, ১২:৩৪ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৬, ১৩:১০

অনলাইন ডেস্ক

পাকিস্তানের মঞ্চ অভিনেত্রী কিসমত বেগকে দিনে-দুপুরে মৌলবাদীরা গুলি করে আহত করে। আশংকাজনক অবস্থায় তাকে লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। 

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর দ্য ডন অনলাইনের। 

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার লাহোরে কিসমত বেগকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে আহত করেছে। তবে হামলাকারীদের হামলার ধরণ থেকে ধারণা করা হচ্ছে এটা কোন সঙ্ঘবদ্ধ মৌলবাদী গোষ্ঠীর কাজ। 

হামলার সময় কিসমত বেগ অন্য এক ব্যক্তির সঙ্গে গাড়িতে লাহোরে বেড়াতে বের হয়েছিলেন। মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি তাদের গুলি করে পালিয়ে যায়। 

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে কিসমত বেগের অপরারেশন করা হয়। তবে পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

তার সঙ্গে থাকা ব্যক্তি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।