এবার সন্তানসম্ভবা বিপাশা বসু!
প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৬, ১১:২৬ | আপডেট: ০৭ নভেম্বর ২০১৬, ১৪:১২
অনলাইন ডেস্ক
কিছুদিন আগেই করণ সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে বলিউড অভিনেত্রী মা হতে চলেছেন।
স্পটবয় ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বিপাশা বসু ও করণ গাইনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। গত কয়েকমাসে বেশ কয়েকবারই চিকিৎসকের কাছে গিয়েছেন বিপাশা। অবশ্য এ ব্যাপারে একেবারেই মুখ খোলেননি এই জুটি।
জানা গেছে, বিয়ের পর বেশ মধুর সময় কাটাচ্ছেন বিপাশা ও করণ জুটি। যার ফলে এবার নাকি তাদের ঘরে নতুন অতিথি আসছে। তবে খবরের সত্যতা জানতে অপেক্ষা করতে হবে বিপাশার মুখ খোলা পর্যন্ত।