বিয়ের পরেও অভিনয়ে সফল কাজল

প্রকাশ | ১৬ অক্টোবর ২০১৬, ১৭:৫২

অনলাইন ডেস্ক

বিয়ে করলেই অভিনেত্রীদের জনপ্রিয়তা কমে যায় বলে একটা কথা প্রচলিত ছিলো একসময়। কিন্তু পাল্টেছে সময়, পাল্টেছে মানুষের দৃষ্টিভঙ্গী। এখন অনেকেই তাদের অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়টা পাড় করেছেন বিয়ের পর। এমন উদাহরণ বলিউডে অনেক রয়েছে। 

এবার বিবাহিত নায়িকাদের ক্যারিয়ার ভাবনা নিয়ে ভারতীয় সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মতামত প্রকাশ করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজল।

কাজল বলেন, ‘বিবাহিত অভিনেত্রীরাও বলিউডে বহু সময় ধরে কাজ করছেন। এই বিষয়টি তারা কখনোই সামনে আনেননি। লোকজনও কখনও বলেনি, বিবাহিত হয়েও আপনি কাজ করছেন!’

দুই সন্তানের জননী এই সফল অভিনেত্রী আরও বলেন, ‘আপনার সামনে উদাহরণ হিসেবে রয়েছেন শর্মিলা ঠাকুর, আমার মা (তনুজা), সাইরা বানু এবং আরও অনেক অভিনেত্রী। যারা বিয়ের আগের চেয়েও বেশি অভিনয় করেছেন বিয়ের পরে।’

‘এখানে অনেক অভিনেত্রী আছেন, যারা বিয়ের আগে-পরে দুই সময়ে তাদের ইমেজ একই ছিল। আবার এখানে এমন অনেক অভিনেত্রী রয়েছেন, যারা বিয়ের পর অভিনয় ছেড়ে দিয়েছেন। আমার মতে, এটা নিজস্ব পছন্দের বিষয়। আবার এখানে এমন অভিনেত্রীও রয়েছেন, যারা বিয়েটাকে অভিনয় ছেড়ে দেওয়ার অজুহাত হিসেবে ব্যবহার করছে।’

১৯৯৯ সালে জনপ্রিয়তার শীর্ষে থাকার সময় কাজল বলিউড অভিনেতা অজয় দেবগনকে বিয়ে করেন। তাদের দুই সন্তান। বড় মেয়ে নাইসার বয়স ১৩ বছর আর ছেলে যুগের বয়স ৬ বছর।

২০০৩ সালে নাইসার জন্মের পর তার অভিনীত ‘ফানা’ ছবিটি সুপারহিট হয়। এরপর ‘মাই নেম ইজ খান’, ‘দিলওয়ালে’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন কাজল।