একমঞ্চে সাবিনা ও রুনা
প্রকাশ | ০৮ মে ২০১৬, ১৩:৪৬ | আপডেট: ১০ মে ২০১৬, ১২:২৩
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একই মঞ্চে গান গাইবেন বাংলাদেশের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লা।
বাংলা গানের দুই কিংবদন্তী শিল্পীকে নিয়ে বিশেষ ‘রুনা-সাবিনা লাইভ ইন কনসার্ট’ আয়োজন করেছে উত্তর আমেরিকার বিনোদন সংস্থা ‘শো-টাইম মিউজিক’। ১৫ মে সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যামাইকার ইয়র্ক কলেজ মিলনায়তনে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
কনসার্টে ঐ দুই শিল্পী জনপ্রিয় সব গান একক ও যৌথভাবে পরিবেশন করবেন।
সন্ধ্যা ৭টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত। টিকিটের দাম ধরা হয়েছে ৫০, ৭৫ ও ১০০ ডলার করে। ভিআইপি টিকিটের দাম ১৫০ ডলার।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলমগীর খান আলম বলেন, “এক যুগেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এবং কানাডায় বেশ কয়েক ডজন অনুষ্ঠান করেছি; ভারত বাংলাদেশের খ্যাতিমান অনেকেই এসেছেন সে সব অনুষ্ঠানে পারফর্ম করতে। কিন্তু সাবিনা ও রুনার এই অনুষ্ঠান ঘিরে প্রবাসের বিনোদনপ্রিয়দের মধ্যে যে ধরনের আগ্রহ আর উদ্দীপনা তৈরি হয়েছে, তা আগে কখনো ঘটতে দেখিনি। এমন দুজন শিল্পীকে একমঞ্চে গান গাওয়ার আয়োজন করতে পেরে আমি নিজেও বেশ আনন্দিত। কারণ এর আগে বাংলাদেশের বাইরে এই দুজনকে কখনোই এক মঞ্চে দেখা যায়নি।”
কিংবদন্তী এই দুই শিল্পীর অনুষ্ঠান উপভোগের জন্য ক্যালিফোর্নিয়া, টেক্সাস, জর্জিয়া, ফ্লোরিডা, ওয়াশিংটন ডিসি, বস্টন ও কানাডার বিভিন্ন স্থানের প্রবাসীরা আগ্রহ দেখাচ্ছে বলে জানান তিনি। আলম বলেন, “বম্বের এক সময়ের ‘হার্টথ্রব’ অভিনেত্রী রানী মুখার্জী ও কারিশমা কাপুরসহ অনেকে এসেছেন আমার শো-তে। কিন্তু এবার অনুষ্ঠানটি করতে গিয়ে খুব সাড়া পেয়েছি।”