নাতনিদের উদ্দেশ্যে অমিতাভ বচ্চনের খোলা চিঠি
‘তোমার স্কার্টের মাপকে চরিত্রের মাপকাঠি করতে দিও না’ (ভিডিও)
প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০০
শিক্ষক দিবসে নিজের দুই নাতনিকে খোলা চিঠি লিখে কিছু উপদেশ দিয়েছেন দাদু অমিতাভ বচ্চন। চিঠিতে সুপরামর্শ, জীবন থেকে নেওয়া কিছু টুকরো অভিজ্ঞতা ও সত্যিকারের জ্ঞান বৃদ্ধি করার মতো কয়েকটা কথা লিখেছেন বিগ বি।
বিগ বি-র মেয়ে শ্বেতা নন্দার কন্যা হলেন অষ্টাদশী নভ্য নাভেলি নন্দা। দাদু অমিতাভ তাঁকে লিখেছেন, ‘কাউকে তোমার স্কার্টের মাপকে নিজের চরিত্রের মাপকাঠি করতে দিও না।’
চিঠিতে তিনি আরাধ্যা (ঐশ্বর্য-অভিষেকের মেয়ে) ও নভ্যকে আরও লিখেছেন তারা শুধু পারিবারিক সূত্রে বচ্চন ও নন্দা পদবির ধারক নয়, তারা একটি মেয়েও, একজন নারী হয়ে পরিপূর্ণতা পাবে ভবিষ্যতে। যেহেতু তারা মেয়ে, তাই এই সমাজের বিভিন্ন মানুষ তাদের না না সময় অনেকধরনের উপদেশ দেবে, যেমন কীভাবে নিজের জীবন অতিবাহিত করতে হবে। দাদু বিগ বি-র বার্তা, তাঁদের কথায় কান না দিতে। তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন, তারা কেমন পোশাক পরবে, কীভাবে কার সঙ্গে ব্যবহার করবে, কোথায় বন্ধুদের সঙ্গে কখন দেখা করবে, কোথায় যাবে, সবকিছুর সিদ্ধান্তই তাদের নিজেদের নিতে হবে। কেউ যেন তাদের জীবনকে অদৃশ্য অঙ্গুলি হেলনে নিয়ন্ত্রণ না করে।
তিনি আরও বলেন বিয়ে তখনই করবে যখন নিজে ভেতর থেকে প্রস্তুত হবে, লোকে যখন বলবে তখন নয়। বন্ধু নিজের বুদ্ধি দিয়ে বাছবে। নাতনিদের লেখা খোলা চিঠিগুলো নিজের টুইটারে সকলের সঙ্গে ভাগও করে নিয়েছেন বিগ বি।
প্রসঙ্গত, বিগ বি-র পরবর্তী ছবি যা মুক্তির অপেক্ষায় রয়েছে, সেটা হল ‘পিঙ্ক’। এই ছবিতে দেখানো হয়েছে, কীভাবে এই সমাজ মেয়েদের ওপর তাঁদের নিজেদের চিন্তা-ভাবনা চাপিয়ে দেয়।
ছবিতে বিগ বি ছাড়াও অভিনয় করেছেন তপস্বী পান্নু। এখানে অল্প বয়সি তিন মহিলার কথা বলা হয়েছে, যাঁরা পুরুষদের দ্বারা শোষণের শিকার। পরে তাঁরা থানায় ওই পুরুষদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন।
অভিতাভ বচ্চনের লেখা চিঠিটি পাঠকদের উদ্দেশ্যে হুবহু তুলে দেওয়া হল:
My very dearest Navya & Aaradhya
You both carry a very valuable legacy on your tender shoulders – Aaradhya, the legacy of your Par Dadaji, Dr Harivansh Rai Bachchan…and Navya, the legacy of your Par Dada , Shri H P Nanda….
Both your Par Dadajis’ gave your present surnames celebrated fame, dignity and recognition !
Both of you maybe a Nanda or a Bachchan, but you are also girls…women !
And because you are women people will force their thinking, their boundaries on you.
They will tell you how to dress, how to behave, who you can meet and where you can go.
Don’t live in the shadows of people’s judgement. Make your own choices in the light of your own wisdom.
Don’t let anyone make you believe that the length of your skirt is a measure of your character.
Don’t let anyone’s opinion of who you should be friends with, dictate who you will be friends with.
Don’t get married for any other reason other than you want to get married.
People will talk. They shall say some terrible things. But that doesn’t mean you have to listen to everyone. Never ever worry about – Log Kya Kahenge !
At the end of the day, you are the only one who will face the consequences of your actions, so don’t let other people make your decisions for you.
Navya – the privilege your name, your surname offers you, will not protect you from the difficulties you will face because you’re a woman.
Aaradhya – by the time you see and understand this, I may well not be around. But I think what I am saying today shall still be relevant.
This may be a difficult, difficult world to be a woman. But I believe that it is women like you that will change that.
It may not be easy, setting your own boundaries, making your own choices, rising above people’s judgement. But YOU !…you can set an example for women everywhere.
Do this and you would have done more than I have ever done, and it will be my honor to be known not as Amitabh Bachchan, but as your grandfather !!
With all my love
Your ….Dadaji ….your Nana