সংগীতার ‘রিভোল্ট’ জিতে নিল ৮টি পুরস্কার

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৫

জাগরণীয়া ডেস্ক

কলকাতায় ‘হট্টমেলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০’ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নির্মাতা ও স্ক্রিন প্লে সহ ৮টি বিভাগে পুরস্কার জিতে নিলো অপরাজিতা সংগীতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিভোল্ট (দ্রোহ)’।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রিভোল্ট (দ্রোহ)’ থেকে যে ৮টি পুরস্কার জিতেছেন তা হল- পরিচালক-অপরাজিতা সংগীতা, ওভারঅল কমপ্যাক্ট প্রোডাকশন-ক্রিয়েটিভ প্রমোশনস, স্ক্রিনপ্লে-শাহাদাত রাসএল, সিনেমাটোগ্রাফি-এল অপু রোজারিও, এডিটিং-সামির আহমেদ, টাইটেল ডিজাইন-নাইমা জারিফ, ভিএফএক্স-জিসা ক্রিস্টোফার এবং ওভারঅল এক্টিংয়ে সানজিদা প্রীতি, জুলফিকার চঞ্চল, বৈদ্যনাথ অধিকারী, ইরফান হাইউম, দাউদ নূর, রিগান সোহাগ রত্ন, মিঠা মামুন, ডালিম ঢালি, আনোয়ার আনার এবং ইফতেখার আহমেদ বাবু।

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত ‘১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র উৎসব’-এর মূল পর্বে প্রিমিয়ার হওয়া ‘রিভোল্ট’ ইতোমধ্যে দেশ-বিদেশের অনেকগুলো উৎসবে প্রদর্শিত হয়েছে।

এ বিষয়ে পরিচাল অপরাজিতা সংগীতা বলেন, ‘নারী ও তার যাপিত জীবনের বাকস্বাধীনতাহীন বাস্তবতার গল্প ‘রিভোল্ট’।’

তিনি বলেন, ‘পুরুষতান্ত্রিক সমাজে নারীর জীবন ও কণ্ঠকে সীমাবদ্ধ করে দেয়ার চেষ্টা আছে। নারীর চলার পথ যখন রুদ্ধ করে দেওয়া হয়, নারী হয় বৃত্তবন্দী, তখন বৃত্তটাকে ভেঙে ঘুরে দাঁড়ানোর গল্প নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।’

অপরাজিতা পেশায় একজন স্বাধীন ফটোগ্রাফার। চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে তিনি বললেন, ‘নির্মাতা বা ফটোগ্রাফার হিসেবে কাজের ক্ষেত্রে নারী বলেই যোগ্যতা প্রমাণের জন্য বাড়তি পরিশ্রম করতে হয়। এবং আমি সেটা আনন্দ নিয়েই করি।’

তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে লিখে বা রাস্তায় মানববন্ধনে দাঁড়িয়ে কথা বলার চেয়ে প্রতিবাদের জন্য আমার কাছে চলচ্চিত্রটাকেই যৌক্তিক মাধ্যম বলে মনে হয়। তাই আমার ইচ্ছা স্বল্পদৈর্ঘ্যের পর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ।’

‘রিভোল্ট (দ্রোহ)’ অপরাজিতা সংগীতার দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ। প্রথমটির নাম ‘পুরুষাতঙ্ক’।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত