x

এইমাত্র

  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ৬৪ লাখ ৫ হাজার ১৩৯ জন
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৫ লাখ ৩০ হাজার ৯৫৬ জন
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ৩২৮৮ জন, মৃত ২৯ জন
  •  ভারতে নিষিদ্ধ হওয়ায় ৬ বিলিয়ন ডলার ক্ষতির মুখে টিকটক
  •  গণস্বাস্থ্য কেন্দ্রকে ডেকেছে ওষুধ প্রশাসন

সমালোচনার পর গোপনে দ্বিতীয় সন্তানের মা হলেন লিজা

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:২০

জাগরণীয়া ডেস্ক

প্রথম সন্তানকে প্রকাশে স্তন্যপান করিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ‘কুইন’ সিনেমার নায়িকা লিজা হেডন। এরপর অনেক দিন নিরবেই কাটিয়েছেন নায়িকা। এবার হঠাৎ করেই নতুন খুশির খবর দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

নিজের ইনস্টাগ্রামে দ্বিতীয় সন্তানের ছবি প্রকাশ করে জানান দিলেন গোপনে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন তিনি। সম্প্রতি একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন লিজা হেডন। দ্বিতীয় ছেলের জন্মের খবরটা একটু দেরিতেই জানিয়েছেন নায়িকা।  

ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট ভাইয়ের হাত ধরে ছবি তুলছে লিজা হেডনের বড় ছেলে। তবে দুই ছেলেকে একসঙ্গে দেখা গেলেও, সেখানে লিজা হেডন বা তার স্বামী দিনো লালওয়ানিকে দেখা যায়নি। বর্তমানে দুই ছেলে লিও এবং জ্যাক-কে নিয়ে ব্যস্ত সময় পার করছেন লিজা।

সম্প্রতি অন্তঃসত্ত্বা অবস্থায় ফটোশুটি করেন লিজা। বলিউড অভিনেত্রীর সেই ছবি সামনে আসার পর থেকেই তা ভাইরাল হয়ে যায়। তবে লিজা হেডন কবে মা হন, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত