x

এইমাত্র

  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ৭৩ লাখ ৭৭ হাজার ৭৮৩ জন
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৫ লাখ ৬৩ হাজার ১৩৭ জন
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬৮৬ জন, মৃত ৩০ জন
  •  মায়ের কবরেই সমাহিত হলেন সাহারা খাতুন

মারা গেলেন শাহরুখ খানের বোন

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২০, ১৫:৪৪

জাগরণীয়া ডেস্ক

মঙ্গলবার সন্ধাবেলায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের চাচাতো বোন নুর জাহান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

পাকিস্তানের সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার সন্ধাবেলায় পাকিস্তানের পেশোয়ারে মারা যান তিনি। তার মৃত্যুর খবর পাকিস্তানি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নুর জাহানের আপন ভাই মনসুর আহমেদ।

সংবাদমাধ্যমকে মনসুর আহমেদ জানান, দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন নুর। অনেকদিন ধরে লড়াই চালালেও গতকাল ক্যানসারের কাছে হার মানেন তিনি।

জানা গেছে নুর জাহানের সঙ্গে শাহরুখের সঙ্গে সম্পর্ক বেশ মধুর ছিলো।  ১৯৯৭ সালে প্রথমবার স্বামীর সঙ্গে ভারতে এসে মুম্বাইয়ে শাহরুখের বাড়ি মান্নাতেই উঠেছিলেন তিনি। রাজনৈতিক ভাবেও সক্রিয় ছিলেন নুর জাহান। তিনি পেশোয়ারের প্রাক্তন জেলা শাসক ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত