দুই নারীর চুম্বনদৃশ্য বাদ দিয়ে সিঙ্গাপুরে স্টার ওয়ার্স

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৪

জাগরণীয়া ডেস্ক

সিঙ্গাপুরে স্টার ওয়ার্স সিরিজের নতুন মুক্তিপ্রাপ্ত ছবিটি দেখানোর সময় তা থেকে দুজন নারীর চুম্বনের দৃশ্য কেটে বাদ দিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি।

‘দ্য রাইজ অব স্কাইওয়াকার’ নামের ছবিটিতে একটি দৃশ্যে অল্প সময়ের জন্য দেখা যায়- অন্য আরো কিছু চরিত্রের ভিড়ের মধ্যে দুই নারী চুমু খাচ্ছেন।

স্টার ওয়ার্স ফ্রাঞ্চাইজের যত ছবি হয়েছে তাতে কখনো সমলিঙ্গের চুম্বন দৃশ্য দেখা যায় নি।

তবে সিঙ্গাপুরে এ ছবিটির যে সংস্করণটি দেখানো হচ্ছে তাতে এ দৃশ্যটি নেই।

এর কারণ সম্পর্কে সিঙ্গাপুরের মিডিয়া নিয়ন্ত্রক সংস্থার একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, ওই দৃশ্যটি কেটে দেবার ফলে দ্য রাইজ অব স্কাইওয়াকার এখন পিজি১৩ রেটিং পেয়েছে যার ফলে আরো বেশি দর্শক এটা সিনেমা হলে গিয়ে দেখতে পারবে।

স্টার ওয়ার্স প্রযোজনা করেছে লুকাসফিল্ম, যার মালিক হলো ডিজনি। তারা অন্যান্য দেশের জন্যও ওই চুম্বনদৃশ্য বাদ দিয়েছে কিনা তা স্পষ্ট হয়।

খবরে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতে প্রদর্শনের জন্য ছবিটিতে চুম্বনদৃশ্য বাদ দেয়া হয়, তবে চীনে দৃশ্যটিসহই দেখানো হয়েছে।

সিঙ্গাপুরে সমলিঙ্গের বিয়ে স্বীকৃত নয়, এবং সমকামী যৌনতা অবৈধ- তবে আইনটি প্রয়োগ হতে দেখা যায় না।

সিঙ্গাপুরে সমকামীদের বার ও ক্লাব আছে এবং বার্ষিক ‘প্রাইড’ প্যারেডও সেখানে হয়ে থাকে।

২০০৬ সালে ব্রোকব্যাক মাউন্টেন নামে একটি ছবি- যাতে দুজন সমকামী কাউবয়ের চরিত্র ছিল- সিঙ্গাপুরে কোনো কাটছাঁট ছাড়াই দেখানো হয়, তবে শুধুমাত্র ২১ বা তার চেয়ে বেশি বয়সের দর্শকদের জন্য।

সূত্র: বিবিসি বাংলা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত