সবচেয়ে বেশি আয় করেন যে দশ অভিনেত্রী
প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৯
সম্প্রতি বিশ্বে শীর্ষ আয়ের অভিনেত্রীদের তালিকা প্রকাশ করে ফোর্বস ম্যাগাজিন। তালিকার শীর্ষে রয়েছে জেনিফার লরেন্স। ২৬ বছরের এই মার্কিন তারকা গতবছর আয় করেছেন ৪৫ মিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন মেলিসা ম্যাককার্থি। অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করেন তিনি। তার আয় ৩৩ মিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছেন স্কারলেট জোহানসন। তার আয় ২৫ মিলিয়ন ডলার।
জেনিফার অ্যানিস্টন রয়েছেন চতুর্থ অবস্থানে। ৪৭ বছর বয়সী এই অভিনেত্রীর আয় ২১ মিলিয়ন ডলার। ফোর্বসের তালিকায় চীনের অভিনেত্রী ও গায়িকা ফ্যান বিংবিং রয়েছেন পঞ্চম স্থানে। তার ১৭ মিলিয়ন ডলার। মার্কিন অভিনেত্রী শার্লিজ থেরন রয়েছেন ষষ্ঠ অবস্থানে। তার আয় ১৬ দশমিক ৫ মিলিয়ন ডলার।
সপ্তম স্থানে রয়েছেন হলিউড অভিনেত্রী অ্যামি অ্যাডামস। তার আয় ১৩ দশমিক ৫। জুলিয়া রবার্টস রয়েছেন অষ্টম স্থানে। তার আয় ১২ মিলিয়ন ডলার। এই তালিকায় মার্কিন অভিনেত্রী মিলা কুনিস আছেন ৯ নম্বরে। তার আয় ১১ মিলিয়ন ডলার। ১০ নম্বরে রয়েছেন দীপিকা পাডুকোন। গতবছর মোট ১০ মিলিয়ন ডলার আয় করেছেন দীপিকা।