চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন লতা মঙ্গেশকর
প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ১৬:২৯
কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর ২৮ দিন পর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন। বাড়ি ফিরে নিজস্ব মাইক্রোব্লগিং সাইটে দেশবাসীর উদ্দেশ্যে লতা বলেন, আমার সব শুভাকাঙ্ক্ষীদের অনেক শ্রদ্ধা জানাই। আপনাদের প্রার্থনা আর শুভেচ্ছা কাজ করেছে। আপনাদের প্রত্যেকের সামনে আমি মাথা নত করছি।
তিনি আরও বলেন, গত ২৮ দিন ধরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ছিলাম। নিউমোনিয়া হয়েছিল। ডাক্তারদের পরামর্শ ছিল হাসপাতালে বেশি সময় থেকে গিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরি। ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আমার ডাক্তাররা আমার অভিভাবক। তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। নার্সিংয়ের কর্মীরা ছিলেন একেবারে আলাদা। আপনাদের অপরিসীম ভালোবাসা ও আশীর্বাদ অত্যন্ত মূল্যবান।
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন ৯০ বছরের কিংবদন্তী সঙ্গীতশিল্পী। প্রথম কয়েকদিন চিন্তার প্রহর গুনতে হলেও ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। সোশ্যাল মিডিয়ায় গায়িকার আরোগ্য কামনা করেন তার ভক্তরা।