‘পাপ-পুণ্য’ চলচ্চিত্রে মিমি

প্রকাশ | ২৭ আগস্ট ২০১৯, ০০:৫৫

অনলাইন ডেস্ক

২০০৯ সালে মুক্তি পাওয়া হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলামের ‘প্রিয়তমেষু’ চলচ্চিত্রের পর আর কোন সিনেমায় দেখা যায়নি ৯০ দশকের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী এবং নির্মাতা আফসানা মিমিকে। ১০ বছর পর এবার নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। নির্মাতা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’ এর মধ্য দিয়ে আলোচনায় আসেন মিমি। ১৯৯২ সালে আজিজুর রহমানের ‘দিল’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় হয়। তানভীর মোকাম্মেলের ‘নদীর নাম মধুমতি’ ও ‘চিত্রা নদীর পাড়ে’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি ‘ডলস হাউজ’সহ বেশ কয়েকটি নাটক নির্মাণ করেন তিনি।

এদিকে, মিমি ছাড়াও ‘পাপ-পুণ্য’ চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন চঞ্চল চৌধুরী ও সিয়াম আহমেদ। ‘মনপুরা’ চলচ্চিত্র দিয়ে সাড়া জাগানো নির্মাতা  গিয়াস উদ্দিন সেলিম সর্বশেষ ‘স্বপ্নজাল’ চলচ্চিত্র উপহার দেন দর্শকদের।  এটি তৃতীয় চলচ্চিত্র এ নির্মাতার।