সুর নকল করায় কেটি পেরিকে জরিমানা
প্রকাশ | ০৪ আগস্ট ২০১৯, ১৬:০৮
অনলাইন ডেস্ক
সুর নকল করার অভিযোগে সময়ের জনপ্রিয় সঙ্গীত তারকা কেটি পেরিকে ২৭ লক্ষ ডলার জরিমানা করা হয়েছে। তার ‘ডার্ক হর্স’ গানটি র্যাপার ফ্লেমের ‘জয়ফুল নয়েজ’ গানের সুর নকল করে তৈরি করা হয়েছে। আর এজন্য গানটির সংশ্লিষ্টদের এই বিপুল অংকের জরিমানা গুনতে হবে।
লস অ্যাঞ্জেলসের একটি আদালত এই ক্ষতিপূরণ নির্ধারণ করেন। আর এই টাকা পুরোটাই পাবেন র্যাপার। কিন্তু রায় ঘোষণার সময় কেটি পেরি আদালতে উপস্থিত ছিলেন না।
‘ডার্ক হর্স’ গানে আয় হয়েছিল ৩ কোটি ১০ লাখ মার্কিন ডলার। যা আয় করেছে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ক্যাপিটাল রেকর্ডস। আদালতের রায়ে ক্ষতিপূরণের ভেতর ক্যাপিটাল রেকর্ডসকে ১২ লাখ ডলার ও কেটি পেরিকে ৫ লাখ ৫০ হাজার ডলার দিতে বলা হয়েছে।