x

এইমাত্র

  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ৭৪ লাখ ৮৪ হাজার ১৮৪ জন
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৫ লাখ ৬৭ হাজার ৭৭৩ জন
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬৬৬ জন, মৃত ৪৭ জন

ডালাস উৎসবে বাংলাদেশের ০৪ চলচ্চিত্র

প্রকাশ : ০৭ জুলাই ২০১৯, ১৯:১০

জাগরণীয়া ডেস্ক

চতুর্থবারের মতো সৃজনের হাট আয়োজন করছে ‘বাংলা চলচ্চিত্র উৎসব ডালাস ২০১৯’।

‘বিশ্বের আঙিনায় বাংলা ছবি’ এই প্রতিবাদ্য নিয়ে এ উৎসবের আয়োজন হতে যাচ্ছে। বাংলাদেশের নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’, আবদুল্লাহ মোহম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’ এবং এস এম কামরুল আহসান লেনিনের 'ঘ্রাণ'। এছাড়া ভারতের ‘আহারে’, ‘ফার্নিচার’, ‘পুপা ও প্রসারিণী’।  উৎসবটিতে অংশ নিচ্ছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টিয়ার গপ্পো’।

আগামী ২-৪ অগাষ্ট আমেরিকার এঞ্জেলিকা ফিল্ম সেন্টারে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে ভারত ও বাংলাদেশের ৮টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত