x

এইমাত্র

  •  সাংসারিক বিরোধে স্বামীর গলা কেটে হত্যা করলো স্ত্রী
  •  ৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের অনুমোদন প্রধানমন্ত্রীর
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৬৩৫ জন, মৃত ৩৫ জন
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৩ লাখ ৯৮ হাজার ৫৩৫ জন
  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ৩৩ লাখ ৬২ হাজার ৩০৮ জন

‘অলাতচক্র’ নিয়ে বাংলাদেশে জয়া

প্রকাশ : ২৭ জুন ২০১৯, ০৯:৪২

জাগরণীয়া ডেস্ক

‘দেবী’ সিনেমার পর এবার ‘অলাতচক্র’ নিয়ে বাংলাদেশে শুটিং শুরু করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

গত ২৩ জুন (রবিবার) সরকারি অনুদানের এ ছবির শুটিং ময়মনসিংহে শুরু হয়েছে।

কথাসাহিত্যিক আহমদ ছফা’র উপন্যাস অবলম্বনে এ ছবিটির চিত্রনাট্য করা হয়েছে। ছবির পরিচালক হাবিবুর রহমান হাবিব নিজেই এই সিনামের চিত্রনাট্য লিখেছেন। ছবিতে আরো অভিনয় করছেন আহমেদ রুবেল। 

এ প্রসঙ্গে পরিচালক বলেন, শুরু থেকেই এ ছবিতে অভিনেত্রী জয়া আহসানকে নেয়ার কথা ছিল। কিন্তু জয়ার শিডিউল না মেলায় বিষয়টি অনিশ্চিত ছিল। জয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পরই চলচ্চিত্রটির শুটিং শুরু করা হয়েছে। 

জানা যায়, বাংলাদেশে বাংলা ভাষায় নির্মিতব্য এটিই প্রথম ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত