x

এইমাত্র

  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ৭২ লাখ ২৪ হাজার ৮৮৫ জন
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৫ লাখ ৫৭ হাজার ৪৯১ জন
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৯৪৯ জন, মৃত ৩৭ জন
  •  করোনা-বন্যায় পুষ্টিহীনতার আশঙ্কায় চরাঞ্চলের গর্ভবতী ও নবজাতক
  •  সাহারা খাতুন আর নেই

শপথ নিলেন নুসরাত, মিমি

প্রকাশ : ২৫ জুন ২০১৯, ২২:৩৬

জাগরণীয়া ডেস্ক

ভারতের জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন টালিউডের অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। ২৫ জুন (মঙ্গলবার) সংসদে সবার দৃষ্টি কেড়েছেন সদ্য বিবাহিত তারকা অভিনেত্রী নুসরাত। 

কলকাতার সিনেমায় দর্শক জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বসিরহাট থেকে লোকসভা নির্বাচনে জয় লাভ করেছেন। অন্যদিকে আরেক সফল অভিনেত্রী মিমি চক্রবর্তী জয়লাভ করেছেন যাদবপুর থেকে।

গত ১৯ জুনে তুরস্কের বোদরুম শহরের পাম এভিনিউ-এর ইডেন ইম্পেরিয়ালে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় নুসরাত জাহান ও নিখিল জৈনের বিবাহ। এর ফলে ১৮ জুন নুসরাতের তৃণমূল কংগ্রেসের অন্য ২০ জন নির্বাচিত সংসদ সদস্যের সাথে শপথ নিতে পারেননি নুসরাত। তুরস্কে তার বিয়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে সেদিন শপথ নিতে পারেননি বন্ধু মিমি চক্রবর্তীও। তাই ২৫ জুন (মঙ্গলবার) স্পিকার ওম বিড়লার কাছ থেকে এই দুজন একসঙ্গে শপথ নেন। 

শপথ পাঠের শেষে ‘জয় বাংলা’ বলেন নুসরাত। তারপর ভারতীয় রীতিতে স্পিকারের পায়ে হাত স্পর্শ করে প্রণাম করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত