x

এইমাত্র

  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ৭২ লাখ ২৪ হাজার ৮৮৫ জন
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৫ লাখ ৫৭ হাজার ৪৯১ জন
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৯৪৯ জন, মৃত ৩৭ জন
  •  করোনা-বন্যায় পুষ্টিহীনতার আশঙ্কায় চরাঞ্চলের গর্ভবতী ও নবজাতক
  •  সাহারা খাতুন আর নেই

সৎ বাবা যৌন নিপীড়ন করেছিলেন এলেনকে

প্রকাশ : ৩১ মে ২০১৯, ১১:৫২

জাগরণীয়া ডেস্ক

নিজের সৎ বাবার দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন হলিউডের অন্যতম প্রভাবশালী তারকা এলেন ডি জেনারেস (৬১)।

সম্প্রতি ডেভিড লেটারম্যানের সাথে এক সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলেছেন মার্কিন এ টিভি উপস্থাপিকা।

তিনি জানান, বয়স তখন ১৫ অথবা ১৬, তখন তার মা স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তার সৎ বাবা তাকে জানিয়েছিলেন,  মায়ের স্তুনে মাংসপিণ্ড ধরা পড়েছে তাই আমারও বিষয়টা পরীক্ষা করা উচিত। তিনি আমাকে এ বিষয়ে বুঝিয়েছেন এবং বার বার আমার শরীরে হাত দেয়ার চেষ্টা চালিয়েছেন।

এলেন আরও বলেন, সেসময় তিনি কাউকেই বিষয়টি বলতে পারেননি। মা-কে বললেও তিনি বিশ্বাস করতে চাননি। এ ঘটনার পর আরও ১৮ বছর মা ঐ নির্যাতনকারীর সাথে সংসার করেছেন আর আমাকে এই দুর্ভোগ পোহাতে হয়েছে। পরে অবশ্য ঐ ব্যক্তির সাথে মায়ের ডিভোর্স হয়ে যায়।

২০০৫ সালেও অ্যালিউর সাময়িকীকে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন এলেন। তিনি বলেন, এ ঘটনা আমার জন্য সতিই ভয়ঙ্কর। শুধু একটা কারণে আমি এ নিয়ে বিস্তারিত বলছি কারণ আমি চাই যেন অন্য মেয়েদের জীবনে এমনটা না ঘটে।

সূত্র: এবিসি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত