ক্যান্সারের ক্ষত নিয়েই ফটোশুটে সোনালী
প্রকাশ | ০৭ মার্চ ২০১৯, ২১:১৭
অনলাইন ডেস্ক
দীর্ঘদিন ধরেই মরণব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে যাচ্ছেন বলিউডের মায়াবী অভিনেত্রী সোনালী বেন্দ্রে। কিন্তু সেই মরণঘাতী ব্যাধির সাথে লড়াইয়ের মধ্যেও সম্প্রতি একটি পত্রিকার জন্য ফটোশুট করেছেন সোনালী।
গত বছরের জুলাইয়ে ক্যান্সারে আক্রান্ত হন সোনালী। এরপর দীর্ঘ ৬ মাস নিউইয়র্কে চিকিৎসা নেন তিনি। গত ডিসেম্বরে ভারতে ফেরার পর থেকে নিয়মিত নিজের শারীরিক অবস্থার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের জানিয়ে আসছেন মিষ্টি হাসির এই অভিনেত্রী। সর্বশেষ ফটোশুটের ছবিও নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। বুক খোলা ধাতব গাউন পরে তোলা ফটোশুটের একটি ছবিতেই দেখিয়েছেন তার ক্যান্সার অপারেশনের ২০ ইঞ্চি ক্ষত।