এক নজরে অস্কার পেলেন যারা

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৫ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৫

অনলাইন ডেস্ক

চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯১তম আসর অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। 

রবিবার রাতে বাংলাদেশ সময় ২৫ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৭টায় লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান।

সবাইকে চমকে দিয়ে এই আসরের সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘গ্রিন বুক’। এবারের আসরের সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছেন ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ চলচ্চিত্রে ব্রিটিশ ব্যান্ড গায়ক ফ্রেডি মারকারির ভূমিকায় অভিনয় করে মিশরীয় বংশোদ্ভূত রামি মালিক।  ‘দ্য ফেভারিট' সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অস্কার পেয়েছেন অলিভিয়া কোলম্যান।

তবে এবারের আসরে  স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘পিরিয়ড. এন্ড অব সেনটেন্স’ এর জন্য দীর্ঘদিন পর ভারতীয়দের মধ্যে অস্কার পেয়েছেন নারী প্রযোজক গুনিত মোঙ্গা। 

প্রতি বছরের মতো এবারও ২৪টি বিভাগে পুরস্কার প্রদান করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

এক নজরে ৯১তম অস্কার

শ্রেষ্ঠ চলচ্চিত্র: গ্রিন বুক

শ্রেষ্ঠ অভিনেতা: রামি মালিক (বোহেমিয়ান র‌্যাপসোডি)

শ্রেষ্ঠ অভিনেত্রী: অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: মাহারশালা আলি (গ্রিন বুক)

শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী: রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক)

শ্রেষ্ঠ পরিচালক: আলফন্সো কুয়ারন (রোমা)

চিত্রনাট্য (মৌলিক): গ্রিন বুক (নিক ভেলেলঙ্গা, ব্রায়ান কুরি ও পেটার ফেরেলি)

চিত্রনাট্য (অ্যাডপটেড): ব্ল্যাকক্ল্যান্সম্যান (চার্লি ওয়াচেল, ডেভিড র‌্যাবিনোভিৎজ, কেভিন উইলমট, স্পাইক লি)।

বিদেশি ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্র : রোমা (মেক্সিকো)

পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র: স্পাইডার-ম্যান : ইনটু দ্য স্পাইডার-ভার্স

পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র: ফ্রি সলো

সিনেমাটোগ্রাফি:  রোমা (আলফন্সো কুয়ারোন)

মৌলিক কণ্ঠসংগীত: শ্যালো (আ স্টার ইজ বর্ন সিনেমায়, সুর ও কথা- লেডি গাগা, মার্ক রনসন, অ্যান্থনি রোসোমান্ডো এবং এন্ড্রু ওয়েইট)

চলচ্চিত্র সম্পাদনা:  বোহেমিয়ান র‌্যাপসোডি (জন অটম্যান)

শিল্প নির্দেশনা: ব্ল্যাক প্যান্থার (হানা বিচলার ও জে হার্ট)

শব্দ সম্পাদনা: বোহেমিয়ান র‌্যাপসোডি (জন ওয়ারহার্স্ট ও নিনা হার্টস্টোন)

শব্দমিশ্রণ: বোহেমিয়ান র‌্যাপসোডি (পল ম্যাসি, টিম ক্যাভাজিন ও জন ক্যাসালি)

পোশাক পরিকল্পনা: ব্ল্যাক প্যান্থার (রুথ ই. কার্টার)

রূপসজ্জা ও চুলসজ্জা: ভাইস (গ্রেগ ক্যানম, কেট বিসকো ও প্যাট্রিসিয়া ডিহানি)

প্রসঙ্গত, এবারের অস্কার আসর কিছুটা ব্যতিক্রম। গত ৩০ বছরের মধ্যে এবারই প্রথম আসরে নেই কোন সঞ্চালক।