ভাষা দিবসের নাটক ‘আদর্শ লিপি’

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৪

জাগরণীয়া ডেস্ক

বাংলাকে সর্বস্তরে ছড়িয়ে দিতে রাস্তায় রাস্তায় ‘আদর্শ লিপি’ ফেরি করে বেড়াচ্ছেন এক প্রৌঢ়। তা দেখা নাখোশ জামাতা শাহাদাত, নিজের শ্বশুর রাস্তায় ফেরি করে বই বিক্রি করছেন! এ দৃশ্য দেখে বউ আর বড় ভাইয়ের সঙ্গে আলোচনায় বসে শাহাদাত। ঠিক করে শ্বশুরকে ঘরে আটকে রাখবে।

এ দৃশ্য দেখে কেঁপে বৃদ্ধ দাদুর নাতি-নাতনীরা। তারা দাদুকে খুলে দেয় এবং রাস্তায় তারাও আদর্শলিপি ফেরি করতে বেরিয়ে পড়ে-এমনই এক পটভূমি নিয়ে নির্মিত হয়েছে ভাষা দিবসের নাটক ‘আদর্শ লিপি’।

নাটকটিতে আদর্শ লিপি বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা সৈয়দ হাসান ইমাম। মনি হায়দারের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসান রেজাউল। ‘আদর্শ লিপি’ প্রচারিত হবে আগামী ২২ ফেব্রুয়ারি রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত