১৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পোস্টমাস্টার ৭১’
প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৮, ২১:২৩
দীর্ঘ বিরতির পর অবশেষে আলোর মুখ দেখছে ফেরদৌস-মৌসুমী অভিনীত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘পোস্টমাস্টার ৭১’।
ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম জানিয়েছে, বিজয় দিবস উপলক্ষে আগামী ১৪ ডিসেম্বর (শুক্রবার) রাজধানীর মাত্র দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘পোস্টমাস্টার ৭১’। প্রেক্ষাগৃহ দুটি হলো যমুনা ব্লকবাস্টারস ও স্টার সিনেপ্লেক্স।
ছবির প্রযোজক চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় একজন পোস্টমাস্টারের জীবন কাহিনী উঠে এসেছে চলচ্চিত্রে। পুরো ছবিতে নানাভাবে মুক্তিযুদ্ধ সময়ের নানা ঘটনা ঘুরেফিরে আসলেও সরাসরি যুদ্ধ দেখানো হয়নি।
২০১৫ সালের ১১ অক্টোবর ছবিটির শ্যুটিং শুরু হয় ঈশ্বরদীতে। শ্যুটিং শেষ হয় ২০১৭ সালের ২৬ জানুয়ারি। এরপরই ছবির মুক্তির তারিখ নিয়ে শুরু হয় জল্পনা।
ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন আবীর খান ও রাশেদ শামীম স্যাম। ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু, অমিত হাসান, আল মনসুর, নিঝুম রুবিনা, সানজিদ খান প্রিন্স প্রমুখ।
ছবিটি একই দিনে বেসরকারী টিভি চ্যানেল চ্যানেল আইয়ে বেলা ৩টা ৫ মিনিটে প্রদর্শিত হবে।