সেরা ১০০ বিদেশি ভাষার চলচ্চিত্রের তালিকা

​বিবিসির তালিকায় উপমহাদেশের একমাত্র চলচ্চিত্র ‘পথের পাঁচালী’

প্রকাশ | ০১ নভেম্বর ২০১৮, ২২:৪৬ | আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ২২:৫০

অনলাইন ডেস্ক

সেরা ১০০ বিদেশি ভাষার চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। সে তালিকায় একমাত্র বাংলা ভাষার চলচ্চিত্র হিসেবে স্থান পেয়েছে কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ । উপমহাদেশের একমাত্র প্রতিনিধি এ সিনেমা। তালিকায় সিনেমাটি আছে ১৫ নম্বরে।

‘হানড্রেড গ্রেটেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মস’ (সর্বকালের সেরা ১০০ বিদেশি ভাষায় নির্মিত চলচ্চিত্র)-এর তালিকা তৈরি করেছে বিবিসির সংস্কৃতি বিভাগ। ৪৩টি দেশের ৪১টি ভাষার ২০৯ জন চলচ্চিত্র সমালোচকের ভোটে এই তালিকা প্রস্তুত হয়। ৪টি দেশের ৬৭ জন পরিচালকের ১৯টি ভাষার চলচ্চিত্র থেকে ১০০টি বাছাই করা হয়।

তালিকায় শীর্ষে অবস্থান করেছে জাপানি চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়ার চলচ্চিত্র ‘সেভেন সামুরাই’ । ‘বাইসাইকেল থিভস’ চলচ্চিত্রটি আছে দ্বিতীয় স্থানে।  তৃতীয় সিনেমাটি ইয়ুসুজিরো ওজুর ‘টোকিও স্টোরি’ ।

সবচেয়ে বেশি চলচ্চিত্র স্থান পেয়েছে ফরাসি ভাষার—২৭টি। মান্দারিন ভাষার আছে ১২টি। ইতালীয় ও জাপানি ভাষার আছে ১১টি। একটি করে চলচ্চিত্র আছে বেলারুশ, রোমানীয় ও ওলোফ ভাষার। 

সূত্র: বিবিসি।