বলিউডে নারীবিদ্বেষী ভাবনাচিন্তায় অ্যাডাল্ট কমেডি: অদিতি
প্রকাশ | ০৬ আগস্ট ২০১৬, ১৮:০০
বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি জানিয়েছেন তিনি অ্যাডাল্ট বা সেক্স কমেডিমূলক ছবি করতে আগ্রহী নন। কারণ, অদিতি মনে করেন এই ধরনের ছবিগুলোতে ভয়ঙ্কর নারীবিদ্বেষী ভাবনাচিন্তা থাকে। অদিতি মনে করেন, ভারতীয় সিনেমায় আসলে সেক্স কমেডি নির্ভর ছবি হয় না। নারীবিদ্বেষী এবং হাস্যকৌতুক রস সম্পূর্ণ দুটো আলাদা বিষয়। এখানে সেক্স কমেডির নামে মহিলাদের ব্যঙ্গ-বিদ্রুপ করা হয়।
অভিনেত্রীকে ফের পর্দায় দেখা যাবে ‘দ্য লিজেন্ড অফ মাইকেল মিশ্র’ নামের এক কমেডি নির্ভর ছবিতে। এই ছবিতে অদিতির সঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করে নিয়েছেন আরসাদ ওয়ারসি এবং বোমান ইরানি।
অদিতি জানিয়েছেন এই ছবিতে কোনও অভিনেতাই কমিক চরিত্রে অভিনয় করেননি। প্রসঙ্গত, ছবিতে দেখানো হয়েছে পরিস্থিতিগুলো হাস্যকর, যা আদপে দর্শককে হাসির রসদ জোগাবে।
তবে ছবিতে তাঁর সহ-অভিনেতা আরসাদ এবং বোমানের প্রশংসা করতেও ভোলেননি অদিতি। অদিতির দাবি, তাঁদের কমিক টাইমিং অসাধারণ। তাঁদের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালে হাসির ছবি তৈরি করা খুবই সহজ হয়ে যায়।
সূত্র: এবিপি